লেখায় লেখায় সন্তরণ
বিষয় : প্রবন্ধ
লেখক : লোকপ্রিয় বড়ুয়া
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : দীপক কুমার দত্ত
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ১১২
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-21-9
লোকপ্রিয় বড়ুয়া দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। তার লেখা বিষয় বৈচিত্র বিবিধ স্বাদের। পাঠকের কাছে খুব সহজেই লেখাগুলো গ্রহণযোগ্যতা অর্জনে সমর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও গ্রন্থাকারে এই প্রথম আত্মপ্রকাশ। তিনি মূলত সমাজ সচেতনমূলক লেখালেখি করে থাকেন। এর মধ্য দিয়ে তার সামাজিক দায়বদ্ধতার দিকটি উঠে আসে।
এই গ্রন্থে সংকলিত লেখাগুলো ইতোমধ্যে দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সুধিজনের প্রশংসাধন্য হয়েছে। আশা করা যায় পাঠকদের কাছেও এই গ্রন্থের লেখাগুলি সমাজ সচেতনতা তৈরিতে ও বৃদ্ধিতে সহায়ক হবে।
লায়ন লোকপ্রিয় বড়ুয়া এম জে এফ :
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া পাড়ার ঐতিহ্যবাহী 'কমলীপিতার বাড়ি' খ্যাত স্বর্গীয় রমেশ ডাক্তার এর ১ম পুত্র বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যিনি দেশ মাতৃকার জন্য নিজের প্রাণ দিয়ে শহীদ হয়েছিলেন সেই বীর সন্তান শহীদ প্রেমলাল বড়ুয়া ও ননীবালা বড়ুয়া'র ৬ষ্ঠ পুত্র সন্তানের নাম লোকপ্রিয় বড়ুয়া। পরিবারে ৬ ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। এখানে উল্লেখ্য এই ঐতিহ্যবাহী পরিবারের মহিয়সী নারী শহীদ পত্নী ননীবালা বড়ুয়া ১০২ বছর বয়সে ২০১৬ সালের ১ আগস্ট পরলোক গমন করেন।
লোকপ্রিয় বড়ুয়া'র জন্য ২৭ মে ১৯৫৯ (স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক কাম করণিকের ভুলের কারণে সার্টিফিকেট মতে জন্য ৫ জুলাই ১৯৫৯) যা এখনো লোকপ্রিয়কে ভীষণ ভাবায়। শিক্ষা জীবনে বি. এ পাশ করেন। ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে এই উপমহাদেশের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান এম এম ইস্পাহানী লিমিটেড এর শিপিং ডিপার্টমেন্টে শিপিং সহকারী হিসেবে কর্মময় জীবনে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে বিশ্বের বিভিন্ন দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কাজ করতে গিয়ে মিশেছেন বহু ভাষা-ভাষি মানুষের সাথে এবং জেনেছেন শিখেছেন তাদের সামাজিক ও রাষ্ট্রীয় অনেক রীতি, নীতি ও সংস্কৃতি।
বিভিন্ন ম্যাগাজিন, স্মারক প্রকাশনা এবং প্রকাশনায় প্রবন্ধ লিখেছেন অনেক। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ লিখেন। এ পর্যন্ত প্রায় ৮০টিরও অধিক প্রবন্ধ লিখেছেন, ৬টি ভ্রমণ কাহিনি লিখেছেন। অনেক প্রবন্ধ ও ভ্রমণ কাহিনি বিষয়ে লেখা অসমাপ্ত রয়েছে যা অচিরেই সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লেখায় লেখায় সন্তরণ তার প্রথম বই প্রকাশের প্রয়াস। তিনি এযাবৎ ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, স্কটল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স ও রাশিয়া ভ্রমণ করেছেন।
স্ত্রী প্রহেলিকা বড়ুয়া, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুত্র পৃথ্বিরাজ বডুয়া, বিবিএ (ফাইনাল ইয়ার)। কন্যা ল্যাবন্য বড়ুয়া, বিএসসি- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ৪র্থ বর্ষ।