আখতারুজ্জামান ইলিয়াসের সাক্ষাৎকার ও বিবিধ
বিষয় : প্রবন্ধ-নিবন্ধ
লেখক : এজাজ ইউসুফী
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৮
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৩৪২৮-৩-০
পশ্চিমবঙ্গ থেকে কথাসাহিত্যিক 'হাসান আজিজুল হক সংখ্যা' বের করেছে 'বিজ্ঞাপনপর্ব'-লিটল ম্যাগ। একদিকে উপন্যাস পাঠের ঘোর; অন্যদিকে, হাসান সংখ্যার অনুপ্রেরণা আমাকে 'আখতারুজ্জমান ইলিয়াস সংখ্যা' প্রকাশে উৎসাহিত করে। কাজ শুরু করে দিই। প্রথমে তাঁর রচনাবলী সংগ্রহ। পাশাপাশি মগ্ন হই পাঠে। প্রতিদিন তাঁকে যেন নতুন নতুন ভাবে আবিষ্কার করতে থাকি। গভীর অভিনিবেশ সহকারে পাঠের কারণে কোথাও কোথাও থমকে দাঁড়াতে হয়েছে- মতের অমিলের কারণে। কিছু চিন্তা মনে হয়েছে তাঁরই স্বরূপ প্রকাশক। আবার কোথাও তাঁর ভাবনাকে মনে হয়েছে উদ্দেশ্য-প্রণোদিত। এগুলো টুকে রাখতে থাকি। তবে, এসব তাঁর সৃজনশীল রচনার প্রতি আমার বিরাগ জন্মাতে পারেনি। তাঁর রচনাকে আরও মানবিক মনে হয়েছে।
আখতারুজ্জামান ইলিয়াস যে সব প্রশ্নের উত্তর দেননি, সে সব এবং তাঁর ও অন্যদের লেখা নির্বাচিত কিছু চিঠিপত্র এই গ্রন্থে মুদ্রিত হলো, যাতে করে সেই সময়ের নেপথ্যের কিছু কথা পাঠক জানতে পারেন।
এজাজ ইউসুফী :
কবি ও সাংবাদিক ১ জানুয়ারি ১৯৬০ সালে চট্টগ্রাম শহরের লাভলেনে জন্ম।
১৯৮২ সাল থেকে ছোটকাগজ লিরিক সম্পাদনা করছেন।
প্রকাশিত গ্রন্থ স্বপ্নাদ্য মাদুলি (কবিতা ১৯৯৬)
উত্তর আধুনিকতা: নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত (প্রবন্ধ ২০০১)
আখতারুজ্জামান ইলিয়াস লিরিক বিশেষ সংখ্যা (সম্পাদনা ২০১৬)
উত্তর আধুনিকতা: নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত (প্রবন্ধ, দ্বিতীয় ও পরিবর্ধিত সংস্করণ ২০১৬) প্রফুল্ল রায়ের উপন্যাস 'রামচরিত্র' অবলম্বনে নাটক
রামচরিত (২০১৭)
বর্তমানে দৈনিক পূর্বকোণে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত।