রামচরিত
বিষয় : নাটক
লেখক : এজাজ ইউসুফী
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
সংস্করণ : অক্টোবর ২০১৭
পৃষ্ঠা সংখ্যা : ৮০
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯২৯০১-৫-৫
রামচরিত কোনো ব্যক্তি-বিশেষের প্রতিকৃতিমাত্র নয়। সময়ের প্রতিবিম্ব, সমাজেরও ছবি। কালে ও কালান্তরে হয় এ চিত্র- চরিত্রের নবজনা, বারংবার। সবই মানবচরিত্রেরও চির- পরিচিত আখ্যানভাগ। যুগ তো পাল্টায়, পরিবেশও বদলায়। আর পাই বদলমানুষও। কেবল, তাতে যুক্ত হয় প্রত্যেকের ভেতরেরই সমকালীন করণ-কৌশল। প্রফুল্ল রায়ের উপন্যাস অবলম্বনে এজাজ ইউসুফীর নাট্যরূপ-রামচরিত তারই প্রতিফলন। রামসিংহাসন চতুর্বেদী থেকে রামশরণ চতুর্বেদী, অতঃপর রামচরিত চতুর্বেদী-তিন প্রজন্ম। লখিনপুরার বিশাল রামসীতা মন্দির ঘিরে এই চৌবে পরিবারের রাজ্যপাট, সম্মান ও প্রতিপত্তি। একে ঘিরে আছে বাগীশ্বর, ফাগুয়ান ঝা, চৌপঠলাল, রতিয়া, গোমতী, ঠাণ্ডিলাল, রাজগৃহ, জগৎনারায়ণ, বিষ্ণুকান্ত, যদুনন্দন, চন্দ্রেশ্বর, মনপসন্দ, ঘমণ্ডি, মাদারী, মুনেশ্বর ও অসংখ্য চরিত্র। ধর্মরক্ষা, আর অচ্ছুৎ হিন্দুদের ধর্মান্তর রোধের মধ্যদিয়ে সামাজিক ভারসাম্য নিরঙ্কুশ রাখার প্রচেষ্টা। বিপরীত প্রান্তে পেট্ কা সওয়াল- রেত্তিপল্লীর পত্তন। অমৃত আর বিষ একই পাত্রে। ধর্মস্থানের সন্নিকটে দেহবৃত্তি। চৌবে পরিবারের গোপন আয়ের উৎস, কিন্তু বেঁচে থাকার জীবিকা দেহপসারিণী রতিয়াদের। পুণ্য ও পাপের মধ্যে ভারসাম্য রেখে চলা। মানুষের শরীরের ধর্ম অনুপেক্ষণীয়। এর উদযাপনে বাধাগ্রস্ততায় সামাজিক বিপত্তি। যুক্তি, গৃহ থাকলে তার নর্দমাও তো চাই, চতুষ্পার্শ্বিক পরিবেশ-শুদ্ধতার প্রয়োজনে। সব মিলে কথা ও কাহিনীর নানামুখী দ্বন্দ্ব-সংঘাত। উত্থান ও পতন। গোপনতার উন্মোচন। রামচরিতকথা কখনও ব্যক্তিগত স্খলন, কখনও অভিজাত-তন্ত্রের স্বার্থরক্ষায় অনভিজাতের ও অচ্ছুৎ নিম্নবর্ণের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থিতার অভিনব কৌশলী অবস্থান হয়ে যাওয়ারও বুনন। প্রকৃতপক্ষে, রাজনৈতিক ক্ষমতার উৎস যে জনগণ তাকে তো নিয়ন্ত্রণে রাখা চাই। সেই লক্ষ্য হাসিলে ন্যায়-অন্যায় ও নীতি-নৈতিকতার বন্ধন বাধা বিশেষ। রামচরিত যে কোনো উপায়ে, যে কোনো মূল্য দিয়েই ক্ষমতার রশি ধরে রাখতে চায়। ধর্মকেও সে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠার উপাদান রূপে ব্যবহার করতে দ্বিধা করে না। ক্ষমতায় যাওয়া-না-যাওয়ার সেই দ্বন্দ্ব আজও তেমনই প্রকট ও বিদ্যমান। গণতন্ত্রের কালপর্বে সামন্ত মানসিকতার রামচরিত অস্তিত্বের সঙ্কটে। তখন উচ্চারিত বাণী, পাঙ্ক্তেয়-অপাঙ্ক্তেয় নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমান মর্যাদা। একটিই ভোট একেকজনের-রেন্ডি থেকে পণ্ডিত ব্রাহ্মণ। অতএব, জাতপাতের দূরত্ব বিসর্জনের আবরণে শঠতার আবির্ভাব। রামচরিতের চরিত্রের ক্রুরতার এ এক অন্যতর রূপ। অতঃপর সামন্ততান্ত্রিক দার্য্যের খোলস থেকে বেরিয়ে এসে রামচরিত চৌবে ক্ষমতায় আরোহণের পথ প্রশস্ত করে নেয়ার কূট-কৌশলে হাঁটে। এ নাটক একালের সমাজচরিত্রেরই প্রতিরূপ।
....
স্বপন দত্ত
কবি, সাংবাদিক
এজাজ ইউসুফী
কবি ও সাংবাদিক ১ জানুয়ারি ১৯৬০ সালে চট্টগ্রাম শহরের লাভলেনে জন্ম।
১৯৮২ সাল থেকে ছোটকাগজ লিরিক সম্পাদনা করছেন।
প্রকাশিত গ্রন্থ
স্বপ্নাদ্য মাদুলি (কবিতা ১৯৯৬)
উত্তর আধুনিকতা: নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত (প্রবন্ধ ২০০১)
আখতারুজ্জামান ইলিয়াস লিরিক বিশেষ সংখ্যা (সম্পাদনা ২০১৬)
উত্তর আধুনিকতা: নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত (প্রবন্ধ, দ্বিতীয় ও পরিবর্ধিত সংস্করণ ২০১৬)
বর্তমানে দৈনিক পূর্বকোণে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত।