কমলকুমার মজুমদার ও চলচ্চিত্র সংযোগ (২০২৪)
বিষয়: চলচ্চিত্র
লেখক: শৈবাল চৌধুরী
প্রচ্ছদ: কমলকুমার মজুদারের অংকন অবলম্বনে মনিরুল মনির
সংস্করণ: প্রথম প্রকাশ ৮ ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ৪৮
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-98203-1-4
শৈবাল চৌধূরী
জন্ম ১৫ জুন ১৯৬১, চট্টগ্রাম শহরে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হিসাব বিজ্ঞান (সম্মান)
ও অর্থ বিজ্ঞানে (স্নাতকোত্তর)।
তিনি ১৯৭৯ সাল থেকে চলচ্চিত্র সংসদ চর্চার সঙ্গে সংযুক্ত। সে সময় থেকেই লেখালিখির শুরু। মূল বিষয় চলচ্চিত্র। চলচ্চিত্র সাহিত্যকে লেখার মূল ক্ষেত্র করে নিয়েছেন তখন থেকেই দায়বদ্ধতার সঙ্গে। দ্বিতীয় বিষয় সংগীত। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ছয়টি। এর মধ্যে একটি সংগীত বিষয়ক।
চলচ্চিত্র নির্মাণেও নিয়োজিত। এ পর্যন্ত নির্মাণ করেছেন পাঁচটি প্রামাণ্য চলচ্চিত্র: দীপ্ত পদাবলী (কবিয়াল ফণী বড়ুয়া), পোর্ট্রেট অফ এ ডান্সার (নৃত্যগুরু রুনু বিশ্বাস), বিনয়বাঁশী (লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস), বিস্মৃত অধ্যায় (মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী) এবং মেঠো পথের গান (লোকশিল্পী আবদুল গফুর হালী)। প্রথম কাহিনীচিত্র ভূমিকম্পের পরে মুক্তি পেয়েছে ২০১৮ সালে। দ্বিতীয় কাহিনীচিত্র অবাঞ্ছিতা নির্মাণের পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবলম্বন করে। প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সঙ্গে ১৯৯৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত। সভাপতি হিসেবে ছিলেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ সালের ৭ জানুয়ারি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র থেকে অবসর গ্রহণ করেন।
২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট। বর্তমানে তিনি ইনস্টিটিউটের সভাপতি।
ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের সহসভাপতি পদে ২০১২ সাল থেকে নিয়োজিত।
চলচ্চিত্র শিক্ষকতার সঙ্গেও সংযুক্ত। ২০১৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে চলচ্চিত্র বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত।
পুত্র জয়, কন্যা ঠুমরী ও স্ত্রী রিতাকে নিয়ে সুখী গৃহকোণ।
-
সত্যজিৎ রায়ের কথায়, ‘কমলবাবু একজন আর্টিস্ট, কমপ্লিট আর্টিস্ট। ক্যামেরা- তুলি চালিয়ে উনি ভাষায় চিত্র আঁকেন। কমলবাবু গ্রেট।’
সেই ‘গ্রেট’কে ধরাছোঁয়া খুবই দুরূহ। অনেক অধ্যয়নলব্ধ কাজ। গভীর অনুধাবন সাপেক্ষও বটে।
এই গ্রন্থে কমলকুমার মজুমদারের চলচ্চিত্র সম্পৃক্তি ও বীক্ষণ নিয়ে ছোট পরিসরে আলোচনার চেষ্টা করা হয়েছে যা অন্য এক কমলকুমারকে আমাদের কাছে উপস্থাপন করে।