সত্যজিৎ রায়ের কথায়, ‘কমলবাবু একজন আর্টিস্ট, কমপ্লিট আর্টিস্ট। ক্যামেরা- তুলি চালিয়ে উনি ভাষায় চিত্র আঁকেন। কমলবাবু গ্রেট।’
সেই ‘গ্রেট’কে ধরাছোঁয়া খুবই দুরূহ। অনেক অধ্যয়নলব্ধ কাজ। গভীর অনুধাবন সাপেক্ষও বটে।
এই গ্রন্থে কমলকুমার মজুমদারের চলচ্চিত্র সম্পৃক্তি ও বীক্ষণ নিয়ে ছোট পরিসরে আলোচনার চেষ্টা করা হয়েছে যা অন্য এক কমলকুমারকে আমাদের কাছে উপস্থাপন করে।