বিশ্ব সিনেমার কথা
বিষয় : চলচ্চিত্র
লেখক : ফারহানা রহমান
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : মনিরুল মনির
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8052-82-2
ফিল্ম দেখার নেশা যার আছে সেই শুধু জানে যে এই তৃষ্ণা কখনো মিটবার নয়। এ এমনই ঘোর যা একজন মানুষকে চিরকাল ঘোরগ্রস্ত করেই রাখে। একশ বছরের অধিক সময় ধরে তৈরি শত শত উল্লেখযোগ্য ফিল্মের সবগুলো দেখে শেষ করা সত্যি সম্ভব কি না আমি জানি না। তবে আমার নেশা হচ্ছে কোনো একজন বিখ্যাত ফিল্মমেকারের দু-একটি ফিল্ম দেখার সৌভাগ্য হলেই আমি খুঁজে খুঁজে তার সবগুলো ফিল্মই দেখে ফেলি।
সেইসাথে আগ্রহী হয়ে উঠি উক্ত চলচ্চিত্র পরিচালকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার। জানতে চাই তার জীবনবোধ, তার দর্শন, ফিল্ম তৈরি করার পিছনে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, শিল্পকৌশল। এভাবে নানা ফিল্ম ও ফিল্মমেকার আমাকে নানা সময়ে আচ্ছন্ন করে রেখেছে। তাদেরই মধ্যে কাউকে কাউকে নিয়ে বিচ্ছিন্নভাবে কখনো কখনো কিছু লিখেছি। সব লেখা গুছিয়ে রাখাও হয়নি। এদের মধ্যে দু-চারটি লেখা কীভাবে যেন হারিয়েও গেছে। যাহোক যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো একজায়গায় করার চেষ্টার বহিপ্রকাশ হচ্ছে এই বইটি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল লেখাগুলোকে একটি বইয়ের আকারে প্রকাশ করার। খড়িমাটির মনিরুল মনির ভাই সেই সুযোগ করে দিলেন। খড়িমাটি প্রকাশনাকে এবং মনিরুল মনির ভাইকে অশেষ ধন্যবাদ জানাই বইটি প্রকাশ করার উদ্যোগ নেয়ার জন্য।
¦¦¦¦
ফারহানা রহমান