ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নারী
বিষয় : ইতিহাস
লেখক : আনোয়ারা আলম
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
দ্বিতীয় সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8052-89-1
চট্টগ্রামের ইতিহাস সংগ্রামের ইতিহাস। যে ইতিহাস গৌরবের, যে ইতিহাস বীরত্বের, ত্যাগের, মহত্ত্বের। ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন ও শোষণ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে সিপাহি বিপ্লবের সূচনা থেকে চট্টগ্রামের জনগণ বার বার যে সাহসী ভূমিকা রেখেছে, যে ভূমিকার কারণে চট্টগ্রাম হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। চট্টগ্রামকে বলা হত বাংলার 'শক্তিপীঠ' আর এ ভূমিকা পালনে শুধু পুরুষ নয় এগিয়ে এসেছিলেন চট্টগ্রামের মেয়েরাও-এক সাহসী ও প্রত্যয়ী ভূমিকা নিয়ে, যা প্রমাণ করেছে মেয়েরা সাধারণ নয়। তাদের ভেতরেও রয়েছে অসাধারণ এক ক্ষমতা। যে ক্ষমতার কারণে দেশের পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ করতেও তাঁরা কুণ্ঠিত বোধ করেননি।
উনিশ শতকের শেষ অধ্যায়ে দেখা যায় বাংলার বিভিন্ন অঞ্চলের মেয়েদের মতো চট্টগ্রামের মেয়েরাও বিদ্রোহী হয়েছে। বিদেশি পণ্য বর্জনের শপথ নিয়েছে। সে শপথকে যেন তারা গ্রহণ করেছে কবিতায়, গানে, সমস্ত প্রাণ ভরে যে সুর বেজে উঠেছে সমগ্র বাংলার আকাশে বাতাসে। সে সুরে যেন আঁধার কেটে যায়। কুহেলিকা ভেদ করে স্বচ্ছ হয়ে আসে মুক্তির পথ- যে পথ সংগ্রামের, দুর্বলের নয়, সে পথ শক্তিময়ীর।
বর্তমান যুগের মানুষ যেন অতীতের মুক্তিকামী মেয়েদের যথার্থ মূল্যায়ন করতে পারে, তাঁর জন্য যেন রচিত হয় ইতিহাস। যে ইতিহাস তুলে ধরে ঐতিহ্যকে। ঐতিহ্য রক্ষা করা, মূল্যায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব। বঙ্কিমচন্দ্রের মতো আমরাও বিশ্বাস করি, 'যে জাতির পূর্ব মাহাত্ম্যের ঐতিহাসিক স্মৃতি থাকে তাঁরা মাহাত্ম্য রক্ষার চেষ্টা পায়, হারাইলে পুনঃপ্রাপ্তির চেষ্টা করে।'
আনোয়ারা আলম :
১৯৫০ সালে ২৫ মে চট্টগ্রাম জেলার রাউজানে তাঁর জন্ম। পিতা মরহুম ডা. আবুল কাশেম এবং মাতা মরহুম মেহেরাজ বেগম।
অর্থনীতি বিষয়ে অনার্সসহ এম এ ডিগ্রি লাভের পর পেশা হিসেবে বেছে নিয়েছেন অধ্যাপনাকে। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে 'নারী ও শিশু পাচার- প্রেক্ষাপট বাংলাদেশ'-এ বিষয়ে এমফিল ডিগ্রি এবং ২০১৭ সালে ঐ বিশ্ববিদ্যালয়ের অধীনে একই বিভাগ থেকে 'ঝুঁকিপূর্ণ শ্রম ও শিশু- প্রেক্ষাপট বাংলাদেশ' এ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে এই পদ থেকে অবসর গ্রহণ করেন।
তার প্রকাশিত গ্রন্থ: বসন্তের বৃষ্টি, নারী ও সমাজ, ভিনদেশে ঝরা পালক, ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নারী, অগ্নিযুগের বিপ্লবী নারী, ছোটদের প্রীতিলতা এবং ছোট্ট এক রাজকুমারী, আমার শিক্ষকতার জীবন, গেরিলা যোদ্ধার গল্প ক্ষেত্র (শিশু একাডেমি)- ঝুঁকিপূর্ণ শ্রম ও শিশু প্রেক্ষাপট বাংলাদেশ, প্রিয়-অপ্রিয় প্রসঙ্গ।