আমার মুক্তিযুদ্ধ এবং তার পূর্বাপর (২০২৫)
বিষয়: স্মৃতিকথা
লেখক: এড. মুজিবুল হক
প্রচ্ছদ: মনিরুল মনির
সংস্করণ: প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97981-1-8
গ্রন্থটি লেখকের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি স্মৃতিকথা। এই গ্রন্থে লেখক আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার পূর্বাপর সময়কালে তাঁর নিজের ও চতুর্পাশের জীবনে ঘটে যাওয়া বিচিত্র ঘটনাবলীর বিবরণ বর্ণনা করেছেন। লেখক মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগেই সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় লেখক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করায় কাঙ্ক্ষিত মাত্রায় যুদ্ধে অংশগ্রহণ করতে ব্যর্থ হন। এই ব্যর্থতার জন্য তিনি বরাবরই আত্মাভিমান ও গ্লানিতে ক্ষতবিক্ষত হয়েছিলেন।
মুক্তিযুদ্ধের পরে তৎকালীন বাকশালী দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে তিনি সেই অভিমান ও ক্ষোভ থেকে অন্যান্য সার্টিফিকেটের সাথে তাঁর মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটিও ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। পরে তিনি আর মুক্তিযোদ্ধা তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করান নাই। এইসব ঘটনাবলীর অন্তরঙ্গ ও বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে তাঁর এই গ্রন্থে। আশা করি, কৌতুহলী পাঠকগণ এই গ্রন্থটি পাঠ করে লেখককে যেমন জানতে পারবেন, তেমনি ফেনী ও ছাগলনাইয়া এলাকার মুক্তিযুদ্ধ সম্বন্ধেও অনেক কিছু জানতে পারবেন।
..
এড. মুজিবুল হক :
তিনি আদালতের একজন আইনজীবী, চট্টগ্রামে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর আঁধারমানিক গ্রামে। তিনি ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফেনী সরকারি কলেজে অধ্যয়নের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। লেখাপড়া শেষে তিনি একজন সাবেক মুজিবনগর কর্মচারি হিসাবে সরকারি চাকরিতে আত্মীকৃত হয়ে কিছুদিন চাকরি করেন। পরে চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে আইন পেশায় যোগ দেন। লেখক একজন আইনজীবী হলেও বর্তমানে লেখালেখি ও পঠন-পাঠনের মাধ্যমেই তাঁর সময় অতিবাহিত হয়।