শারমিন মুস্তারী
পিতা ডা: দেলওয়ার হোসেন মাতা সুফিয়া বেগম জন্ম ৮ জুন ১৯৮১, চট্টগ্রামে। পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার রহমতপুর গ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর, এম. ফিল এবং পিএইচ.ডি।
বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
লেখালেখির শুরু ছাত্রাবস্থায়।
উনগল্প তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ।
।।
নজরুল একাধারে প্রেমিক, বিদ্রোহী, অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও আন্তর্জাতিকতাবাদী চেতনা ও দৃষ্টিভঙ্গির ধারক। নাট্যকর্মেও তার এই দৃষ্টিভঙ্গি ও চেতনা প্রতিফলিত। অসাম্প্রদায়িক নজরুল হিন্দু-মুসলিম সম্প্রীতির গান শুনিয়েছেন 'পুতুলের বিয়ে' নাটকে। আর্ত মানবতারসেবী নজরুল 'বিজয়া'য় এই বিশ্বকে গড়তে চেয়েছেন সকল মানুষের প্রেমের বৃন্দাবন হিসেবে। স্বাধীনতা ও দেশপ্রেমের জয়গান গেয়ে সাম্রাজ্যবাদী ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন 'ভূতের ভয়' নাটকে। 'আলেয়া' নাটকের যৌবন ও সৌন্দর্যের পূজারী মীনকেতুকে রানী জয়ন্তীর প্রেমের ত্যাগ ও মহিমার কাছে পরাজিত করেছেন। আর 'বিদ্যাপতি'র বিদ্যাপতিকে দেহজ প্রেম থেকে আধ্যাত্মিক প্রেমের পথে এনেছেন আত্মদানের মধ্য দিয়ে।
গানে গানে মুখর নজরুলের সব নাটক। নজরুলের নাটকের স্বাতন্ত্র্য এখানেই। চর্চা এবং মঞ্চায়নের অভাবে হারিয়ে যাচ্ছে নজরুলের নাটক। এর ব্যতিক্রম ঘটিয়ে যদি নজরুলের নাটক নিয়মিত মঞ্চায়ন ও অভিনীত হয় এবং চর্চা অব্যাহত থাকে তাহলে সমৃদ্ধ হবে আমাদের নাট্যাঙ্গন এবং নাট্যকলা।
।।।
সংকলন ২০২৪